অনেক জীবনে আলোর লগ্ন
একটি জীবনে সন্ধ্যা
হয়তো নিশিতে ফুটবে না তার
কখনো রজনীগন্ধা ।।
একটি শিয়রে একা চাঁদ দূরে জাগবে
রাতের বাতাসে শুকনো পাতারা কাঁদবে
ঘুম ভাঙা চোখে বেদনায় রাঙা
নামবে ক্ষণিক তন্দ্রা ।।
হয়তো একটি ব্যাথায় নিরব
হারানো গানের পাখা
অনেক সুরের আহত আশায়
আঁধারে পড়বে ঢাকা ।
রাতের তারায় গোপনে শিশির ঝরবে
জানিনা তখন ভুলেও কি মনে পড়বে
একটু স্মৃতির একটু ঝলক
কবিতা সুদূর ছন্দা ।।