লাজুক লাজুক ওই অধরে
মিষ্টি হাসির মৌ যে ঝরে
কন্যে তোমার জন্যে আমার
মন যে উদাস হলো ।।
ডাগর ডাগর কালো চোখে স্বপ্ন চড়ানো
আহা ভীরু ভীরু মনের কথা কুসুম ছড়ানো
একটু হেসে কন্যে তুমি একটি কথা বলো ।।
তোমার মনের যেই কথাটি ফুল কলিরা জানে
সেই কথাটি আমায় বলো, বলো কানে কানে ।
কাজল কাজল নয়নে আর কাজল পড়ো না
আহা শরম শরম মরমে আর শরম করো না
লজ্জাবতী কন্যে তুমি ওমুখ খানি তোলো ।।