লাজুক লাজুক চোখ মেলে ওই
সূর্যমুখী ফুটলো
সকালে তার স্বপন দেখে
সূর্য জেগে উঠলো ।।


ভোরের হাওয়ায় গুনগুনিয়ে
কনক কলির ঘুম ভাঙিয়ে
অবুঝ মনে সবুজ পাখায়
ওই যে অলি জুটলো ।।


উদাস উদাস ফুলের চোখে
ঘুম ভাঙা সেই দৃষ্টি
পলাশ পলাশ মন শুনেছে
ভোরের পাখির শিসটি ।


নিজেকে আজ নিজেই ফেলে হারিয়ে
শরম শরম চোখে দূরে তাকিয়ে
কুসুম কুসুম অনেক কথার
ভাবনা এসে জুটলো ।।