কোন ফুলটি তুলবো ভাবিঘি
কোন কথাটি বলি
গুনগুনিয়ে আজকে মনে
সুর তুলেছে অলি ।।
কাজল কাজল স্বপ্ন আঁকা
মেঘ বলাকা মেলছে পাখা
মিষ্টি হাওয়ায় তাই কি গন্ধ ছড়ায়
কুসুম কলি ।।
স্বপন স্বপন লাগছে দোলা
ভাবছি বুঝি ডাকছে কে
আমার গানের সুরে পালক
কুড়িয়ে যেন রাখছে কে ।
মন যে আমার সূর্যমুখী
আলোর পাখায় দিচ্ছে উঁকি
সাধ জাগে ঐ তারার মতো
প্রদীপ হয়ে জ্বলি ।।