খোকন সোনা চাঁদের কণা এখন ঘুমাবে
না ঘুমালে পরীরা গান কখন শোনাবে ।।
কই ঘুমালে এই যে খোকন তাকিয়ে রয়েছে
তুতুর তুতুর পুপুর পুপুর বাঁশি চেয়েছে
কালকে পেপের বাঁশি পেলেই খোকন বাজাবে ।।
ঘুমাও খোকন নামছে পরী ধিন তা ধিনি ধিনিক
খটর খটর সোনার মটর সাতটি রাজার মানিক
নিয়ে তুমি শাশুড়ি বৌর মন ভোলাবে ।।
সেই যে কখন ঘুমিয়ে খোকন স্বপন দেখেছে
টিয়ে পাখির বিয়ের চিঠি আজকে লিখেছে
সে ঘুমালে পরীরা সব কাজল পরাবে
খোকন আমার যখন ঘুবাবে ।।