কেন তারে বারে বারে আজো মনে পড়ে
এতো কথা ভাবি কেন তারে মনে করে ।।


সে কি আলেয়ার ছলনা
আজো তাই ধরা দিলো না
কাছে যতো চাই তাকে
ততো যায় সরে ।।


সে কি স্বপন সে কি মায়াবী গো
দূরে দূরে তাই রয়েছে কি গো ।


আজো তার স্মৃতি জড়ানো
মালা আছে প্রীতি পরানো
এখনো সে ফুলগুলি
যায় নি কো ছড়ে ।।