জানিনা মনের কথা
মন জানে কি না
কীযে নাই কীযে চাই
বুঝি তে পারিনা  ।।


যেদিন হারিয়ে গেছে
ফিরবে না জানি আর
তারই স্মৃতি ভেসে ওঠে
তবু কেনো বার বার
সুর হয়ে কাঁদে সেই
স্মরণের বীণা ।।