হরিণ চপোল দুটি চোখেরো চাওয়ায়
কি কথা বলিতে তুমি চাও ইশারায় ।।


লাজুক অধরে সেই কথারও কলি
হয়তো গোপনে কিছু বলবে বলি
সহসা তোমার মুখে শরম জড়ায় ।।


সূর্যমুখীর মতো গোপন টানে
হয়েছো কবিতা তুমি আমারও গানে
বুঝিনা কি মায়া ডোরে জড়ালে আমায় ।।