গোলাপের কানে এসে বলছে অলি
গোপন কথা কি কিছু বলছে কলি ।।


পলাশ পলাশ মনে
বাতাসের শিহরণে
কীযে ভাবি কীযে করি কি কথা বলি
কীযে বলি শোনো এসে সে কথাগুলি ।।


আধো লাজে বাঁধো বাঁধো লাজুক আঁখি
বুঝে মনের ভাষা নামতো বা কি?


যে কথা কেউ না জানে
শোনাবো সে কথা গানে
প্রজাপতির পাখনায় সুর কাকলি ।।