ঘুম ঘুম জাগে চাঁদ আকাশের গায়
কুমকুম ছায়া তার সাগর বেলায় ।।


ঝিকিমিকি জোনাকিরা জ্বলছে
কাননের কানে কানে বলছে
বনো বধূ মনো মোর তোমারে সে চায় ।।


তুমি কোথা আমি হেথা নিরব নিঝুম
কারো মুখে নেই কথা কারো চোখে ঘুম ।


গুনগুন মৌমাছি গায় গান
ঝিল্লি নূপুর ঐ তোলে তান
স্মৃতি তার ভেসে আসে মৌসুমী বায় ।।