ফুলের হাওয়া লাগে বনে ওই
দোলা দিলো মনে মনে
রঙিন পলাশ রঙ ছড়ালো হায়
আমারও আঁখিরও কোণে ।।


মৌমাছিরা গুনগুনিয়ে সুর যে ছড়ালো
বুঝি না কে মায়ার কাজল আমায় পরালো
মন যে আমার হারিয়ে গেলো হারিয়ে গেলো ।।


বউ কথা কও ডাকছে পাখি
বউ যে কথা বলবে
মন হারানো এই লগনে
আপনা থেকেই দুলবে ।


ওই যে আকাশ মেঘের পাখায় স্বপ্ন এঁকেছে
হারিয়ে যাওয়া গানে গানে আমায় ডেকেছে
মন যে আমার হারিয়ে গেলো হারিয়ে গেলো ।।