ফাগুনেরো দিন যায় গো
ফাগুনেরো দিন যায়
ফুলে ফুলে কুহু ডাকা
বনো পথো ছায় ।।
আবীর কুমকুম ছড়ানো এ কুঞ্জে
মাধবীর শাখে শাখে মধুকর কুঞ্জে
বৃহগের বুকে ওই বৃহগি লুকায় ।।
শিমুলও পলাশে ওই রক্তিম লগ্ন
ধরনীর বুকে আকে মিলনেরও স্বপ্ন ।
না পাওয়ার তীরে আমি কাঁদি একাকী
জীবনে ফাগুন মোর আসিবে নাকি
শূন্য গোল মোর তুমি কোথায় ।।