ফাগুন মাসে ফুল ফুটিলো
মনে আগুন জ্বলে রে
বিরিক্ষে ওই কুহু কুহু
কোকিল কী যে বলে রে ।।


বাঁশের পাতায় ফাগুন হাওয়ায়
জানি না কে বাঁশি বাজায়
মন উদাসী সুরের ফাঁসি
পড়ায় আমার গলে রে ।।


মনের মানুষ ফসল কাটে
উজান গায়ের মাঠে
মন মানে না কলসি কাঁখে
আসি গাঙের ঘাটে
ও আমি আসি গাঙের ঘাটে ।


এদিক ওদিক যেদিন তাকাই
পাই না দেখা সে আসে নাই
এ বসন্ত কালে তুমি
নিদয় কেনো হলে রে ।।