একটি ফুল আর একটি পাখি
বলো তো কোন নামে তোমায় ডাকি ।।


চম্পা পারুল কোনটি
কি চায় তোমার মনটি
নাহয় প্রিয়া নাম তোমারই রাখি ।।


দূরের বনে ডাকে পাপিয়া
তোমাকে চাই শুধু ডাকতে প্রিয়া ।


তোমার মনের রঙটি
স্বপ্ন মধুর ক্ষণটি
সে ছবি গানেতে এসো দু'জনে আঁকি ।।