এই সুন্দর পৃথিবীতে
আমি এসেছিনু কিছু নিতে ।।
সব কিছু আজ মনে হয় কল্পনা
জলেরো রেখায় এঁকে যাওয়া আর কণা
ফাগুনো ফুরায় শ্রাবণ্য ঝরারো গীতে ।।
বুঝিনা কেন যে এখনো স্বপ্ন আঁকি
এই আলো হাসি কেন মনে হয় ফাঁকি ।
দিন গুনে যাই দেখি কতটুকু পাবো
আজ ভাবি বুঝি সবই তাই হারাবো
হয়তো আমায় আরো কিছু হবে দিতে ।।