এই সকালে সে মুখ খানি
স্বপ্ন হয়ে ভাসছে
হেনার সুবাস ছড়িয়ে হাওয়ায়
ফুলের কলি হাসছে ।।
খুঁজছে যাকে আমার আঁখি
তাকেই বুঝি ডাকছে পাখি
কিউকাহা ঐ বন থেকে সেই
সুরের আভাস আসছে ।।
রোদের আলো বাড়ছে যতো
ভাবনা আমি ভাবছি ততো
বুঝিনা এই মনে কেন আরও
তাকেই ভালোবাসছে ।।