এই রাত বলে ওগো তুমি আমার
ওই চাঁদ বলে ওগো তুমি আমার ।।
ঝিলিমিলি জোছনায় ভেসে চলি অজানায়
চেনা আর অচেনায় মনে মনে দু'জনায়
জানিনা কী মায়ায় তাই আর ।।
আকাশেরও নীলিমায়
সুরে সুরে ভরে যায় ।
সেই কথা গানে গানে কতো আশা সাধ আনে
ওই চাঁদ বুঝি জানে বাতাসেরও কানে কানে
বুঝিনা কী ডোরে তাই আর ।।