আল্লাহু এই নামের কালাম
কন্ঠে মধু মেখে
কুহু কুহু ঐ পাপিয়া
উঠছে সদা ডেকে ॥
গ্রহ রবি দিশেহারা
ঐ আকাশে চাঁদ-সিতারা
খুঁজছে তারে অনন্ত সেই
অনাদি কাল থেকে ॥
হু হু হু হু বাতাস শোনায় জাল্লা জালালুহু
কুল-মাখলুক তাসবীহ পড়ে
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ॥
ক্বলবে রাখে সর্বদা যে
নামের ধেয়ান সকল কাজে
তার হৃদয়ের আরশীতে সে
নূর ইলাহী দেখে ॥