এই মাধবী রাতে তুমি আছো বলে
তাই মনেরও কলি আবেশে আঁখি তোলে
মুখর হয়ে তাই প্রহর বয়ে যায় ।।


এই মধু জোছনা মন যে উন্মনা
তারার আল্পনা স্বপ্ন জাল বোনা
ক্ষণে ক্ষণে দুটি মনে
পরশ জাগায় ।।


এই মধু লগনে শুধু চেয়ে থাকা
কতো যে গোপনে দুটি কথা রাখা
সেই কথা কতো যেন
আবেশ জাগায় ।।