এই যে নিঝুম রাত
ঐ যে মায়াবী চাঁদ
বলে যেন ইশারায়
ভেসে চলি দু'জনায় ।।
ঝিরিঝিরি হাওয়া বয়
কানে কানে কী যে কয়
সবই যেন মায়াময়
জানি এ স্বপ্ন নয়
তারা জ্বলে টিমটিম আকাশে
চেয়ে আছি কী আশায় ।।
নদী কি গো জানেনা
কূল খুঁজে মেলে না
সাগরের বুকে হায়
তবু সে মিলিতে চায় ।
এই মধু জোছনা
কানে কানে বলো না
তুমি আমি দু'জনা
সাথী হারা হবো না
তারা দোলে ঘুম ঘুম আকাশে
জেগে আছি কি আশায় ।।