বলিতে পারিনি মনে মনে ভালোবেসেছি
তুমি দিতে সাড়া গোপনে গোপনে
কতো যে স্বপন দেখেছি ।।
সহসা নিঠুর ঝড়ের দোলায়
প্রেমের সে নীড় ভেঙে গেল হায়
মরু প্রান্তরে ফুল গেল ঝরে
একদা যে মালা গেঁথেছি ।।
তারপরে আর আমার আকাশে
ফোটে নাই ফুল ওঠেনি তারা
মাধবী বিতানে ফোটেনি কুসুম
তখনও ফাগুন দেয়নি সাড়া ।
প্রথম প্রনয় লিপির কাজল
নয়নে আজও যে ঝরায় বাদল
কালের জোয়ার ভাটায় এখন
দুজন দু'কূলে ভাসিয়া গেছি ।।