মনরে………
ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়।।


কেউবা পেল ফুলের মালা
কেউবা পেল কাঁটার জ্বালা।
মুখ দেখে দুখে যায় না বোঝা
জানিসরে ভাই দুনিয়ায়।।


আজ যে দুঃখ দিল তোরে
কাল সে ভালবাসবে ওরে।
আজ যারে তুই পর ভেবেছিস
কাল হবে সে তোর সহায়।।