আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি ।।


নয়নের-ই ভান দিয়ে গো
যৌবনের দোল দিয়ে গো
নুপুরেরও তালে তালে তোমায় আমি বেঁধেছি,
জানি গো, জানি ওগো তোমারে যে বেঁধেছি ।।


সবার চোখে রং লাগিয়ে
সবার মনে ঢেউ জাগিয়ে
নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি,
জানি গো, জানি সবার মনকে নিয়ে চলেছি ।।