ঐ যে সুনীল আকাশ
ধীরে বহে প্রশান্ত বাতাস
আমার মনের অগোচরে
কে এসে বেদনা ভরে!!
কত দিন চলে গেল
পৃথিবী দেখা হলো
এখানে নিরবতা
কথা কয়ে যায় বারে বারে।।
এজীবন ক্ষণিকের জানি
পৃথিবী পান্থশালা মানি
তবু স্মৃতি কিছু রয়
ভোলা যায় না যারে।।
তুমিও চলে গেছ কবে
তবুও রয়েছো ভবে
অন্তরে আমার কত দিন
এ কথা বলিবো কারে!!