অনেক ভালোবাসা হলো তবু কিছু হলো না বলা
আকাশের নীল দেখা হলো তবু গেলো,না ছোঁয়া,
ভালোবাসায় এত যে সুরের পাখি কেন এলো
ভালোবাসা  আমারে তবু কেন পোঁড়ালো ।।

ভালোবাসা নয় তো ভালো কোনদিন
অন্তর  বিষে মারে এ যে মরণ বীণ।।

তবু আজ বসন্ত এই হৃদয়ে আমার ক্ষণকাল
মনের দোলায় দুলে বেঁধে নিলো ছলনার জাল
তবু তুমি মিষ্টি ঘ্রাণ যৌবনের আশার আলো
অধরা চোখে তোমারই মুখখানি দেখা হলো।।

ও চোখে তোমার বিরহী পাখি ডেকে যাবে
আমারো হৃদয় তোমারই গান শুধু গা'বে,
ক্ষণিকের ভালোবাসা সোনা রং ছড়ালো
পৃথিবী কি যে রঙে এত মায়া বাড়ালো।।