শয়নও ঘরে পুলকিত বাতাস বহে
দক্ষিণ দ্বার খুলে আমারে কহে
কি সুখে তুমি তাকাও আমার ঘরে
কেউ নেই তবু ভরে কি মধু স্বরে
কি সুখে তুমি তাকাও আমার ঘরে।।
জগৎও মাঝে জীবনের স্পন্দন
কে আসে কে যায় সারাক্ষণ।।
তুমি আছো তাকিয়ে আমার পানে
চন্দ্র-তারা-আকাশ-বাতাস জানে,
কখন বেসেভালো নিবে তুমি ওপারে
কোন সুরে নিবে নিবিড় আদরে ভরে
কি সুখে তুমি তাকাও আমার ঘরে।।
কতদিন আমি সয়েছি দূ:খ কত
অশ্রু জল ঝরেছে কোটি শত শত
তবু আমার তোমার সাড়ার তরে
মন ভরে ওঠে দূ:সময়ের পরে
কি সুখে তুমি তাকাও আমার ঘরে।।
চারিদিকে দেখি জীবনের কোলাহল
কারা যায় কোথা ফেলে এ রঙমহল
তবুও আমি একাকী অন্ধকারে
তোমারেই খুঁজি করুণ কন্ঠস্বরে
কি সুখে তুমি তাকাও আমার ঘরে।।
৪/৭/২৫