হায়রে কি জীবন মৃত্যুই যেন সব
আমি ধার করলাম এ জীবন
পথে-পথে ঘুরি জুড়ায় নয়ন।
ক্ষনিক পরে ধুয়াসা-কুয়াসায়
ঘিরে ধরে মন,
আমি ধার করলাম এ জীবন।।


তোমার লীলা বোঝা বড় দায়
উপরে আকাশ নীচে মাটি
দিয়েছো ঠায়।।


আমি যাবো কোথায়
কেউ কোথাও নাই,
জীবন মাঝে মরণ এসে
উঁকি দিতেছে ভাই।
এ যে চরম বিষাদ দহন
ভারাক্রান্ত এই মোর মন
কোথায় গেলে শান্ত হবে
কোথায় পাব শান্ত শয়ন।।