ও ভাই দ্যাশে আইলো কলি কালরে
আইলো কলিকাল।
আরে মরদে থাকে ঘরোত্ শুতি
মাইয়া বোয়ায় হালরে
মাইয়া বোয়ায় হাল।
ওরে মাইয়া মানুষে জীবন ভরে
একজনার কাম দশজন করে
মাইয়া কি পায় পুরুষ মানষের
ধরিতে নাগাইল্ রে ধরিতে নাগাইল্।।
ওরে কোলার ছাওয়া থুইয়া ঘরে
মাইয়া মানষে চাকরি করে
পুরুষ মানুষ হৈলো বেকার
বাড়িলো জঞ্জালরে বাড়িলো জঞ্জাল।।
ওরে মাইয়া মানষে বাহানা করি
দ্যাশটাকে খাইল্ জ্বালে পুড়ি
সবার সুখের ভাঙলো কপাল
আসিলো আকালরে আসিলো আকাল।।