সত্যিকারের পীর
আনোয়ার আল ফারুক
..
পীর খুঁজো না পার পেতে যে
মাকে রেখে ঘরে,
নাজাত খুঁজো সঠিক পথে
মায়ের যতন করে,
মা যে হলেন তোমার আমার
সত্যিকারের পীর।।
..
নেক মমতায় মায়ের দিকে
ফেললে নজরখানি,
কবুল হজ্জ্বের সাওয়াব মিলে
হাদিস থেকে জানি,
সেই মায়ের-ই হৃদে গড়ো
ভালোবাসার নীড়।।
..
যে বেসেছে এমন মাকে
সত্যিকারে ভালো,
তার কপালে জুটবে ঠিকই
হিদায়াতের আলো,
মায়ের তোষণ করে যেজন
সেতো আসল বীর।।
..
মায়ের সেবায় যেতে বারণ
দ্বীন কায়েমের রণে,
দুখ দিও না কোন কালে
এমন মায়ের মনে,
মায়ের প্রতি করলে হেলা
বিঁধবে নরক তীর।।