মাগো তুমি রতন মানিক
আনোয়ার আল ফারুক
..
মাগো তোমায় ভালোবাসি
সবার চেয়ে বেশি,
তোমার রক্তে গড়া মাগো
আমার দেহের পেশি,
মাগো তোমার মুখের হাসি
স্বপ্ন জাগায় মনে।।
..
মাগো তুমি রতন মানিক
এই পৃথিবীর সেরা,
তোমার মায়ার নেকপরশে
আমার জীবন ঘেরা,
তোমার জায়গা হয় না পুরণ
সাত রাজার-ই ধনে।।
..
মাগো তোমার বসতখানা
আমার হৃদের ভাঁজে,
প্রাণ ভরে মা দেখি তোমায়
সকাল সন্ধ্যা সাঁঝে,
ভাবনা তোমার এই হৃদয়ে
বাজে ক্ষণে ক্ষণে।।
..
আমার সুখের জান্নাত মাগো
তোমার চরণ তলে,
এমন কথা কুরআন পাকে
আল্লাহ তায়ালা বলে,
আমার ক্ষমার কথা তুমি
বলবে রবের সনে।।#