আঁখিজল
আনোয়ার আল ফারুক
আঁখি জলে যায় নেভে দোযখের তাপ
ঝরে ঝরে পড়ে শেষে মুমিনের পাপ,
সিজদায় ঝরে যাদি কারো আঁখিজল
রব ভয়ে আঁখি যদি করে ছলোছল
যায় কেটে অবশেষে মাবুদের রোষ।।
...
রাত শেষ ভাগে তুমি কেঁদে যাও রোজ
কেঁদে কেঁদে করো তুমি মহানের খোঁজ,
সিজদায় লুটে লুটে ডেকে যাও যদি
আঁখিজল ছেড়ে যদি কাঁদো নিরবধি;
সেই জলে বেড়ে যাবে ঈমানের জোশ।।
..
মুমিনের আঁখিজল ভালোবাসে রবে
প্রিয় হতে সেই জল ছেড়ে যাও তবে,
পাবে তুমি পলে পলে রহমের বান
যাবে বেড়ে যাবে শেষে জীবনের মান।।
..
আঁখিজলে নাও ধুয়ে গুনারাশি যতো
রুকু আর সিজদায় কাঁদো অবিরত,
অনুতাপে কেঁদে কেঁদে হও রবে নতো
এই জলে সেরে যায় ক্বালবের ক্ষতো;
মিলবে যে অবশেষে মহানের খোশ।।