তুমি মিশে আছো শানিত ধারায়
হৃদয়ের স্পন্দনে
দুঃখ সুখের সহস্র স্মৃতি
মমতার বন্ধনে ।।


নদী কল্লোলে পাখিদের কলরবে
অভিনন্দিত তুমি জেগে ছিলে কবে
হয়তো সেদিন আনন্দ ধ্বনি
উঠেছিল অঙ্গনে ।।


ফুল পল্লবে উতারল উচ্ছাসে
তুমি পুষ্পিত কতো বসন্ত মাসে
অথবা মৃদু কতো বরষায়
ডেকেছিলে ক্রন্দনে ।।