তোমার কাজল কেশ ছড়ালো বলে
এই রাত এমন মধুর।।
তোমার হাসির রঙ লাগলো বলে।
দোলে ঐ বনের মুকুল।


এই ঘন কুন্তল বন্যা
কে দিল তোমায় বলো কন্যা।
অধরে কে দিল বলো জড়ায়ে।
ফাল্গুনী হাসির সুর।।


আমার গানের কলি ভ্রমর হয়ে
তোমারে শুধায় যদি তা
তুমি বলবে কী তা।


এই রাত ঘন নিশি গন্ধা
আঁখিরে বুলায় বুঝি তন্দ্রা।
কে দিল আমার নিশি ভরায়ে
তোমার হাসি মধুর।।