সূর্য ওঠার আগে
নীড় ছেড়ে পাখি উড়ে যায়
নিরুদ্দেশে কে জানে কোথায় ।।
পথেরো ঠিকানা হারালো যে তার
চারিদিকে কেনো বন্ধ দুয়ার
নীড় হারা পাখি যেতে যেতে
ফিরে চায় এ কোন মায়ায় ।।
স্বপ্ন দেখেছিল সোনার পাখি
ভালোবাসা দিয়ে ভরবে আঁখি
স্বপ্ন দেখা যে হলো বিফল
নিয়তির এ কোন খেলায় ।।