অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
যেন একমুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে
তুমি এলে।।


কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে।
তাই বাতায়নে ময়ুরেরও ঝিলিমিলি ঝিলিমিলি
আজ সারাদিন ধরে।।
আমার দুচোখ ভরে তুমি এলে...


আমি যেন এই আলোর খেয়ায়
আনমনে ভেসে যাই
কোন স্বপ্নেরও দেশে যাই।


কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে।
তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল
খুশি এলো অন্তরে।।
আমার দুচোখ ভরে তুমি এলে...