নদীর মাঝি বলে এসো নবীন,
মাঠের কবি বলে এসো নবীন,
দেখেছি দূরে ঐ সোনালী দিন।।
পেয়েছি সাগরের মাতাল ঘ্রাণ,
শুনেছি ফসলের ঐক্যতান,
জেগেছে বন্দরে এবার প্রাণ।
ব্যথা বিহীন।।
এইবার খুলে দাও সকল পাল,
দু’হাতে তুলে নাও কঠিন হাল,
সমুখে সুন্দর আগামীকাল।
ব্যথা বিহীন।।