লাল পলাশের পল্লব দিলো
নতুন কবিতা লিখে
সেই গান বাতাসে ছড়ালো চতুর্দিকে ।।


আজও ফাল্গুনে শুনি সেই গান
কাঁপে একতারা বাউলের প্রাণ
উদাস ভ্রমর শুনায় সে সুর
আমের মঞ্জুরিকে ।।


বাজে মঞ্জির ঝিঁঝিঁর পাখায়
ঝরা বকুলের নিবিড় শাখায়
মৌমাছি তার সোনার গলায়
সে সুর নিলো লিখে ।।