কাজল মেঘের তরী বেয়ে সে আসে
তার নীল শাড়ি এলোমেলো দীর্ঘশ্বাসে ।।


বেণীরো বাঁধন তার
খুলে যায় বারবার
এলো চুল ভেঙে পড়ে নীল আকাশে ।।


বুঝি তার মণিহার
ছিঁড়ে যায় বারবার
মুক্তো ছড়িয়ে পড়ে সবুজ ঘাসে ।।