যদি এমন করে অভিমানে রবে দূরে সরে
বনের মুকুল সেই বেদনায় যাবে ওগো ঝরে ।।


কথা রাখার কথা ওগো তুমি দিয়েছিলে
নিজেই তুমি নিজের কথা কখন ভেঙে দিলে
পথ চাওয়ার ক্লান্তিতে মোর নয়ন গেছে ভরে ।
তুমি এমন করে অভিমানে যেওনা দূরে সরে ।।


চোখের আড়াল জেনো তুমি মনের আড়াল নয়
তোমার মাঝেই হারিয়ে গেছি সেই তো আমার জয়
প্রাণের তারে বেঁধেছি গো তোমায় আপন করে ।।


যখন দূরেই থাকি তোমার কথা শুধুই মনে পড়ে
কাছে এলে লাজে কেন মরমে যাই মরে
আহা জেনে গেছি ভালোবাসা বলে ওগো কারে
দুটি হৃদয় বাঁধা যখন একই সুরের হারে
দুটি হৃদয় বাঁধা হলো একই সুরের হারে ।।