ঝনক ঝনক পায়েল বাজে
কার গুনগুন গাওয়াতে
লাজুক লাজুক হৃদয় দোলে
মৌ ঝুরঝুর হাওয়াতে
আঁচল পুড়ে যায় করি কি উপায়
আঁচল পুড়ে যায়, যায় যায় যায় ।।
ঝর্না কেন মাতাল হলো
নীল পাহাড়ের গায়
কার পরশে সব কিছু যে
নতুন হয়ে যায়
আমি তো কিছুই বুঝিনা যে
মন চুরি করে নিলো কে যে
ফাগুন ফাগুন মেলাতে ।।
এতো খুশি কোথায় রাখি
ভেবে মরি আজ
হঠাৎ যেন পেলাম ছুটি
ভুলেছি সব কাজ
আমি যেন নেই আমার মাঝে
কোথায় যাবো জানি না যে
অলস অলস বেলাতে ।।