আমি বাংলাদেশের নাম রেখেছি ভালোবাসা
আমার হৃদয়ে বাংলাদেশ, আমার প্রাণেও বাংলাদেশ
জন্মভূমি বাংলা আমার সকল আশা ।।
রংধনু রঙে স্বদেশ আমার পাতাবাহারের পাতা
আমার মায়ের হাতে বোনা বাহারী নকশী কাঁথা
আমার স্বপনে বাংলাদেশ, আমার মনেও বাংলাদেশ
জন্মভূমি বাংলা আমার গানের ভাষা ।।
আমার প্রেমের বাংলাদেশ
আমার স্বাধীন বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ ।
জল সুরে বাঁধা স্বদেশ আমার হাজারো গানের গীতি
আমার জীবন মরণ ঘিরে ভাই ও বোনের প্রীতি
আমার সুখেতে বাংলাদেশ, আমার দুখেও বাংলাদেশ
জন্মভূমি বাংলা আমার পাখির বাসা ।।