আমার শিশির ভেজা স্বপ্ন তুমি
আমার অন্ধকার রাতের আলো তুমি
আমার বুকের মাঝে সাগর তুমি
আমার দুঃখ বলার সাথী তুমি।
এই আলোর মিছিল শহর জুড়ে
এই মনের দলিল তোমার কাছে।
আমার দুঃখ ভরা জীবন আছে
আমার রাত্রি নামে তোমার বুকে
আমার দুঃখ কাটে তোমার সুখে
আমার সুখ তোমার সুখে।
এই আলোর মিছিল শহর জুড়ে
চোখের মেঘে বৃষ্টি নামে
রঙহীন তোমার চোখে
আমি স্বপ্ন বুনি দিনে-রাতে ।
আমার শিশির ভেজা স্বপ্ন তুমি
আমার অন্ধকার রাতের আলো তুমি
আমার বুকের মাঝে সাগর তুমি
আমার দুঃখ বলার সাথী তুমি।