তুমি এলে ফাল্গুন এলো জীবনে
তাই বুঝি এতো রং লাগে নয়নে ।।


মনের মুকুল তাই হাসছে
উড়ে উড়ে প্রজাপতি আসছে
গুনগুন মাতে অলি গুঞ্জরনে ।।


তোমার ছোঁয়ায় ঘুম ভাঙলো
হিয়ার পরশে মন রাঙলো
অকারণ দোলে মন সঙ্গোপনে ।।