সবুজ শ্যামল মায়াময় দেশ
স্বপ্নের ছবি ভোলায় প্রাণ
অবুঝ বাতাসে শিরশির করে
টুপটাপ ঝরে পাতার গান ।।
জারি, ধুয়া, সারি আর ভাটিয়ালির
একতারা আর রাখালী বাঁশির
সুরে সুরে চাষী নদী জলে মাঝি
দাঁড় বেয়ে চলে ভাটি উজান ।।
শাপলা শালুক ভরা খালে বিলে
পাখির সুরের মিষ্টি রেশ
হিজল, তমাল, বাঁশঝাড়ে ঢাকা
বিচিত্র এই বাংলাদেশ ।
সোনালী ফসলে দেশের মাটি
সোনার কৌটা রুপারো কাঠি
যাদুকরের মাঠে কাজ করে
ধূলো কাঁদা মাখা চাষী কৃষাণ ।।