অনেক কিছু বলবো আশায় তোমার কাছে এলাম
তুমি বললে তোমার শোনার সময় নাই
অনেক খুঁজে খুঁজে যখন তোমায় কাছে পেলাম
তুমি বললে তুমি নিজের মাঝে নাই ।।
সেকি তোমার মনের কথাই ছিলো
নাকি আমার শুনতে ভুল হলো
সেই ভাবোনায় অধীর হলাম তাই ।।
কথা বলতে তোমার কেনো এতো ভয়
আমার এ প্রেম তোমার যোগ্য কি নয়
দূরের মানুষ দূরেই চলে যাই ।।