ওলো সুন্দরী,
কার কথায় কইরাছো এতো মন ভারী
তুমি কোন বা কথায় কইরা ঘোসা
চইলাছো বাপের বাড়ি ।
শরম ভরম নাইকা তোমার
কথা কও ক্যান মুখ নাড়ি
আর কমু না কথা আমি
জন্মের মতো এই আড়ি ।
ছাড়ো ছাড়ো যামু না তোমার বাড়ি
ও বন্ধু পথ ছাইড়া দাও
যামু না তোমার বাড়ি ।।
তুমি আমার চেড়াগ বাতি
আঁধার ঘরের আলো
খানিক চোখের আড়াল হইলে
সবই আঁধার কালো
তুই আমার রোদের ছাতা শীতের কাঁথা
দারুণ মশার মশারী ।।
মন ভোলানো মিঠা কথা
মিছা কেন কও
আমি তোমার পথের কাঁটা
তুমি আমার নও
আমি চাইয়া দেখি সবাই পড়ে
ছাপা পাইড়া নীল শাড়ি ।।
কথা দিলাম আইনা দিমু
মেঘ ডম্বুর শাড়ি
রাগ করো না ময়না ওলো
চলো ফিরা বাড়ি
তুমি আমার ফুলের মালা
হাতের বাঁশি নীল পরী ।।
আর সকলের নোলক নাকে
আলতা পড়ে পায়
শাড়ি চুড়ি কল খাড়ু আর
গয়না সর্ব গায়
আমারে কি দিছো তুমি
সাধে কি হায় মন ভারি ।।
আর দিও না কথার খোঁটা
নাকে দিলাম খত
কাল বিয়ানে কিনা দিমু
তোমার নাকের নত
আমি তোমার তুমি আমার
নিয়াছো যে মন কাড়ি ।।
আইসো তবে প্রাণের বন্ধু
হাতে রাখো হাত
পথের মাঝে কথায় কথায়
আর কইরো না রাগ
কেউ কাহারে বন্ধু মোরা
যামু না গো আর ছাড়ি ।।