ও ধান বানি রে,
ঢেঁকিতে পাড় দিয়া
ঢেঁকি নাচে আমি নাচি
হেলিয়া দুলিয়া ।।
ধান বেচিয়া কিনুম শাড়ি
পিন্দা যামু বাপের বাড়ি
খালে বিলে আইলে পানি
নায়ে চইড়া গিয়া ।।
চক বাজারের চিকন চুড়ি
আইনা দিমু হাতে
মগ বাজারের মিহিন মিশি
দিমু চিরল দাঁতে ।
বাড়ি আইলে ইষ্টি কুটুম
এই না ধানের গুঁড়ি কুটুম
পিঠা পায়েস নায়া খামু
পাড়া পড়শী নিয়া ।।