ও বনের পাখিরে বউ কথা কও ডাকিস না
পিয়া পিয়া পাপিয়া পথ চেয়ে আর থাকিস না
নানা নানা নানা আমি যাবো না তোর সাথে ।।


সে কতোই না ছল ভরে রে
মন নিলো যাদু করে রে
নানা নানা নানা আমার
ঘুম আসে না রাতে ।।


সে বলেছিলো মিষ্টি মেয়ে সোনার বরণী
তোকে এনে দেবো রঙিন ফিতা খোঁপার চিরুনি ।


সে দিলোই না সে মালা রে
শুধু দিলোই কাঁটার জ্বালা রে
নানা নানা সখের বালা
দিলো না মোর হাতে ।।