মোদের ছোট্ট বাড়ি ছোট্ট ঘর
ছোট্ট মোদের সোনারই সংসার ।।


ওরে আমার ময়না টিয়া
কইরা ছিলাম তোরে বিয়া
দিয়া ছিলাম ভালো বাইসা
গয়না শাড়ি অলংকার ।।


পুরান কথায় কাজ কি এখন
আইলো রে দিন নতুন যখন
কও না কোনো নতুন কথা
শুনতে যে চায় মন আমার ।।


নতুন কথা শুনাই তবে
তোমার কোলে আইবো কবে
চাঁদের কণা মানিক সোনা
ঘুচবো রে এই অন্ধকার ।।


লাজ শরমের খাইয়া মাথা
কও যে তুমি কি সব যা তা
ছি ছি তোমার রঙ্গ দেইখা
অঙ্গ জ্বইলা যায় আবার ।।


রাগ কইরো না কথা শোনো
আজব কথা কই নাই কোনো
ঘরের শোভা ছেইলা মাইয়া
বুঝো না ক্যান প্রাণ আমার ।।


তারা, গন্ডায় গন্ডায় আইবো যখন
থাকবো না এই সোহাগ তখন
ক্যামনে দিবা খাওন পড়ন
ভাবছো কি তা একটি বার ।।


প্রাণ সখি তোর ভাবনা মিছাই
গন্ডায় গন্ডায় আমি কি চাই
একটা দুইটা হলেই মোদের
মিলবে রে চান্দের বাজার ।।


শুনছি গুণী লোকের কাছে
তাদের মনেই শান্তি আছে
তারাই সুখি এই ভবেতে
ছোট্ট যাদের পরিবার ।।