কুঁচ বরণ কন্যা রে তার মেঘ বরণ কেশ
ওই না কন্যার রূপের ছটায় পাগল হইলো দেশ ।।


জানিনা তার নাম ঠিকানা চিনিনা তার বাড়ি
রূপ নিয়া তার চান সুরুজে করে কাড়াকাড়ি
ওই না কন্যার নয়ন বানে হইলাম আমি শেষ ।।


চিকন চাকন গড়ন খানি লজ্জাবতী লতা
ধরতে গেলে দেয় ন ধরা কয় না কোনো কথা
ওই না কন্যার দারুণ মায়ায় হইলাম আমি শেষ ।।


বিজলী তার মুখের হাসি ঠোঁটে হীরার ধার
কর্ণে তাহার ঝুমকা দোলে কন্ঠে মণিহার
ওই না কন্যার প্রেমানলে হইলাম আমি শেষ ।।